বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না।
শুক্রবার (২১ মার্চ) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। জনগণ গণহত্যার বিচার, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ১৫ বছরের সৃষ্ট জঞ্জালের সংস্কার চায়।
তিনি দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে দাবি করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।