ঈদে মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমার তালিকায় যুক্ত হলো মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’। শরাফ আহমেদ জীবনের পরিচালনায় নির্মিত মানবিক স্পর্শ ও থ্রিলারধর্মী এই সিনেমাটি ইতিমধ্যে আলোচনায় এসেছে ব্যতিক্রমী প্রমোশনাল ভিডিওর কারণে।
প্রমোশনাল ভিডিওতে দেখা যায়, নির্মাতা জীবনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর মোশাররফ করিম তাকে বিরক্ত করে বলছেন, “সিনেমা রিলিজ দেওয়া তোমার দায়িত্ব, দিচ্ছো না কেন?” শেষে মোশাররফ করিমই ঈদে মুক্তির ঘোষণা দেন।
সরকারি অনুদান ও কারখানা প্রোডাকশন্সের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন ইন্সপেক্টর মইনুল চরিত্রে। পরিচালক শরাফ আহমেদ জীবন জানিয়েছেন, দর্শকদের জন্য এটি হবে একটি নতুন অভিজ্ঞতা।
এর আগে ঈদের সিনেমার তালিকায় শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের সিনেমাগুলো ঘোষণা করা হয়েছিল। এবার ‘চক্কর ৩০২’ যুক্ত হওয়ায় ঈদে সিনেমাপ্রেমীদের উত্তেজনা আরও বেড়েছে।