বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ী সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, “ব্যবসার ক্ষেত্রে কোনো দেশ আমাদের বন্ধু নয়, সবাই প্রতিযোগী। নিজেদের মধ্যে ঐক্যমত গড়ে তুলতে হবে।”
বুধবার (১৯ মার্চ) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, চ্যালেঞ্জের তুলনায় সুযোগ বেশি, একসঙ্গে কাজ করলে তা কাজে লাগানো সম্ভব।
দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “উপদেষ্টা পরিষদের কেউই আর্থিক স্বার্থ দেখে না, এতে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে। দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি, তবে বিভিন্ন উদ্যোগের ফলে তা কমছে।”
সেমিনারে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।