আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’-এর জনপ্রিয় চরিত্র ‘অ্যালেন স্বপন’ ফিরছেন নতুন সিজন নিয়ে। ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকি আনছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’, যেখানে প্রথম সিজনের অমীমাংসিত রহস্য ও ৪০০ কোটি টাকার গল্প এবার উন্মোচিত হবে।
১৪ মার্চ চরকির ফেসবুক পেজে প্রকাশিত অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যায়, টাকার স্তূপের মধ্যে দাঁড়িয়ে অ্যালেন স্বপন তার চিরচেনা স্টাইলে বলেন,
“আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।”
প্রথম সিজনে চট্টগ্রামের এক মাদক ব্যবসায়ীর মানি লন্ডারিং সাম্রাজ্য গড়ার গল্প উঠে এসেছিল। এবার নতুন সিজনে স্বপনের কাজের পরিসর আরও বিস্তৃত হতে পারে বলে ধারণা করছেন দর্শকরা।
‘মাইশেলফ অ্যালেন স্বপন’ প্রথম সিজনে দর্শকদের দারুণ সাড়া ফেলেছিল। এবার দ্বিতীয় সিজনেও সেই রহস্য আর রোমাঞ্চ ধরে রাখতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষা।