অকালপ্রয়াত চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক এবার মডেলিংয়ে আত্মপ্রকাশ করেছেন। তিনি “গো দেশী” নামে একটি ব্র্যান্ডের জন্য ফটোশুট করেছেন, যা অন্ধদের সেবায় কাজ করে।
সামিরা বলেন, “এটাকে শখের মডেলিং বলা যাবে না, বরং চ্যারিটির মতো। ফটোশুটের শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও পরে উপভোগ করেছি।”
গো দেশীর কর্ণধার সাবেরা আনোয়ার ফেসবুকে সামিরার সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করে লেখেন,
“তিনি রহস্যময়, আভিজাত্য ও কমনীয়তায় অনন্য। তার মোহনীয় উপস্থিতি ফটোশুটে দারুণ ফুটে উঠেছে।”
সামিরার মডেলিং ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তার স্টাইল ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন।