ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খান সানাইকে উচ্চাঙ্গ সংগীতের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন।
জন্ম: ২১ মার্চ ১৯১৬, বিহার, ডুমরাও।
সংগীত গুরু: আলী বকস্ বিলায়াতু।
১৯৩৭ সালে কলকাতার অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে সানাই বাজিয়ে একে ভারতীয় সংগীতের মূলধারায় আনেন তিনি। ১৯৫০ সালের প্রথম প্রজাতন্ত্র দিবসে দিল্লির লাল কেল্লায় রাগ কাফি পরিবেশন করে সারা ভারতকে মুগ্ধ করেন।
ওস্তাদ বিসমিল্লাহ খান সানাইকে বিশ্বমঞ্চে তুলে ধরে সংগীত জগতে চিরস্মরণীয় হয়ে আছেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত