1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০১:২২ অপরাহ্ন

এপ্রিল থেকে ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমছে

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

দেশে সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হতে পারে।

রোববার (২৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার ইন্টারনেট সেবা সাশ্রয়ী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে পাইকারি পর্যায়ে মূল্য হ্রাস অন্যতম। এ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমবে। পাশাপাশি, মোবাইল কোম্পানিগুলোকে ব্যাকবোন পর্যায়ে DWDM (Dense Wavelength Division Multiplexing) সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা ট্রান্সমিশন ব্যয়ে ৩৯ শতাংশ পর্যন্ত সাশ্রয় করবে।

তিনি আরও জানান, টেলিকম অপারেটরদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আশা করা যাচ্ছে, তারা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন।

এছাড়া, আগামী বছরের মাঝামাঝি বাংলাদেশ তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬-এর সঙ্গে যুক্ত হবে, যা ইন্টারনেট সেবার মান উন্নত করবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের পক্ষ থেকে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। এছাড়া, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভোক্তারা ইন্টারনেট ও কলরেট কমানোর দাবি জানিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!