ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজধানীজুড়ে বিক্ষোভ ও কর্মসূচিতে অংশ নিয়েছে শিক্ষার্থী ও নাগরিকরা। হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পালিত হয়েছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি, যার ফলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন। তাঁদের হাতে ছিল ‘বয়কট ইউএসএ’, ‘সেভ ফিলিস্তিন’, ‘বয়কট ট্রাম্প’–সহ নানা প্ল্যাকার্ড।
সায়েন্সল্যাব মোড়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেন। ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় এলাকা।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেন। তারা অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়ে ইসরায়েলকে গণহত্যার দায়ে আন্তর্জাতিকভাবে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও মানববন্ধনের আয়োজন করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ ও ইউনিসেফ শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বুয়েটের কয়েকজন শিক্ষকও এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।