নির্বাচনের সময় নির্ধারণে ‘স্পষ্টতা’ চেয়ে বিএনপি যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে, ঠিক সেদিনই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
বিএনপি যেখানে ন্যূনতম বা জরুরি কিছু সংস্কার করে দ্রুত নির্বাচনে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে, সেখানে এনসিপির পক্ষ থেকে ‘মৌলিক পরিবর্তন’ শব্দবন্ধ ব্যবহার করায় বিষয়টি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জুলাইয়ের গণ–অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের গঠিত এনসিপির নেতারা ব্যাখ্যা করে বলেন, মৌলিক পরিবর্তন বা সংস্কার বলতে তারা বোঝান রাষ্ট্রক্ষমতার ভারসাম্য আনা। তাদের মতে, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রীয় কাঠামো এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা ব্যবস্থার ওপর নির্ভরশীল, যা সংবিধান দ্বারা সমর্থিত।
এই কাঠামোর কারণেই বর্তমান সরকার, বিশেষ করে শেখ হাসিনার শাসন, ‘ফ্যাসিবাদী’ রূপ নিতে পেরেছে বলে অভিযোগ এনসিপির। দলটির নেতারা মনে করেন, ক্ষমতার কাঠামোগত সংস্কার ছাড়া অন্য কোনো সংস্কারই দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবে না।
এনসিপির অবস্থান থেকে বোঝা যাচ্ছে, তারা নির্বাচনকে শুধু একটি প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের সুযোগ হিসেবেই দেখছে।