মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে আবারও যুক্তরাষ্ট্রজুড়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, শিকাগোসহ বিভিন্ন শহরে একযোগে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, সরকারি চাকরিতে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা করেন। তারা অভিযোগ করেন, এসব নীতি মানবাধিকার লঙ্ঘন করছে এবং যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করছে।
ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে প্ল্যাকার্ড হাতে হাজারো মানুষ জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন— ‘শ্রমিকদের শক্তি থাকা উচিত’, ‘রাজতন্ত্র চাই না’, ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’, ‘অভিবাসীদের স্বাগত’ এবং ‘অত্যাচার বন্ধ করো’।
অন্য শহরগুলোতেও একই ধরনের স্লোগান ও প্রতিবাদ দেখা গেছে। অনেকেই অভিবাসনবিরোধী অবস্থানের প্রতিবাদ জানিয়ে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভে ফিলিস্তিনের প্রতি একাত্মতা জানিয়ে অনেকেই ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং গলায় কেফিয়েহ (ফিলিস্তিনি রুমাল) পরেন। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা এবং অস্ত্র সরবরাহের প্রতিবাদ জানিয়ে তারা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।