ছয় দফা দাবি আদায়ে আজ রোববার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে মহাসমাবেশের ডাক দিয়েছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের একটি জোট।
গতকাল শনিবার ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে আন্দোলনের নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, এই মহাসমাবেশের মূল লক্ষ্য সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করা।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের দাবি দ্রুত মেনে নিন, তাহলে আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং তাদের চিকিৎসা নিশ্চিত করুন। আমরা আলোচনায় বসতে আগ্রহী।”
একই প্রতিষ্ঠানের আরেক শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, “কারিগরি শিক্ষা খাতে যেসব বৈষম্য রয়েছে, আমরা চাই সরকার সেগুলো দূর করুক।”