চার দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা শুরু করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে মঙ্গলবার রাত ১টার দিকে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দোহা বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
ড. ইউনূস ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে আয়োজিত দ্বিতীয় ‘আর্থনা সামিট’-এ অংশগ্রহণ করবেন। সম্মেলনে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার প্রেক্ষাপটে টেকসই উন্নয়নে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রতিবেশগত বৈচিত্র্য ব্যবহারের প্রতিশ্রুতি উপস্থাপন করা হবে।