ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে এক সপ্তাহের ব্যবধানে ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে তারা সিটি কলেজের কাছাকাছি চলে এলে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে উভয় পক্ষের শিক্ষার্থীদের হাতেও লাঠি দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এ সময় ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বেলা ১টা পর্যন্ত ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছিল বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি মোকাবেলায় সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।