ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত বিএনপির র্যালিতে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন সাহস করত না।”
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে তিনি আরও বলেন, ইসরায়েল শুধু ফিলিস্তিন নয়, পুরো মুসলিম বিশ্বকে নিঃশেষ করার পরিকল্পনা করছে, অথচ মুসলিম বিশ্বের নেতৃত্ব চুপ করে আছে।
তিনি জাতিসংঘের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং অভিযোগ করেন, প্রতিবেশী দেশেও মুসলমানদের ওপর নির্যাতন চলছে, অথচ বাংলাদেশ সরকার তার প্রতিবাদ করছে না।
এসময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বিএনপি সবসময় ন্যায়ের ও মানবতার পক্ষে। মুসলিম বিশ্বের বিভক্তির কারণেই ফিলিস্তিনিরা নির্যাতিত। ভারত ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকলেও অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার নয়।”