ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে প্রতি বছর পয়লা বৈশাখে রাজধানীতে আয়োজিত বাংলা নববর্ষের শোভাযাত্রার নতুন নামকরণ করা হয়েছে। এখন থেকে এই শোভাযাত্রা ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে পরিচিত হবে।
আগে এই শোভাযাত্রার নাম ছিল ‘মঙ্গল শোভাযাত্রা’। আজ শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ ও পয়লা বৈশাখ উদ্যাপন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে এই শোভাযাত্রার আয়োজন করে আসছে। প্রথমদিকে এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। পরে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানানোর প্রতীক হিসেবে নামকরণ করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’।
২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেসকো এই ‘মঙ্গল শোভাযাত্রা’-কে বিশ্বের অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য (Intangible Cultural Heritage) হিসেবে স্বীকৃতি দেয়।