ঢাকার বংশালের নাজিমুদ্দিন রোডে অবস্থিত মাক্কুশা মাজার এলাকার একটি পাঁচতলা ভবনের নিচ তলায় আসবাবপত্রের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সোমবার ভোর সোয়া ৪টার দিকে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি এবং লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট অংশ নেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।