সিলেট টেস্টের প্রথম দিনটা খুব অস্বস্তিতে শেষ করেছিল বাংলাদেশ দল। ১৯১ রানে অলআউট হওয়ার পর জিম্বাবুয়ে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করে ফেলেছিল।
তবে দ্বিতীয় দিনে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে নাজমুল হোসেন শান্তর দল। যদিও প্রথম ইনিংসে সফরকারীরা পেয়েছে ৮২ রানের লিড।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দিন শেষ করেছে ১ উইকেটে ৫৭ রান তুলে। এখনো তারা ২৫ রানে পিছিয়ে।
এই টেস্টে বাংলাদেশ কত দূর যেতে চায়—প্রশ্নটি সংবাদ সম্মেলনে এড়ানোর চেষ্টা করেছিলেন দলের প্রতিনিধি হিসেবে আসা মেহেদী হাসান মিরাজ। তবে ম্যাচের বাকি অংশে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেন তিনি।