জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারত থেকে স্থলবন্দর হয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে। আজ মঙ্গলবার এনবিআর এক প্রজ্ঞাপন জারি করে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নতুন এই প্রজ্ঞাপনটি ২০২৪ সালের ২৭ আগস্টের পূর্বের একটি প্রজ্ঞাপন সংশোধন করে জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এইসব স্থলবন্দর দিয়েই মূলত ভারত থেকে দেশের বস্ত্রশিল্পের অন্যতম কাঁচামাল সুতা আমদানি হয়ে আসছিল।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) দেশে সুতা আমদানির পরিবর্তে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহারের দাবিতে স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এনবিআর চেয়ারম্যানকে এক চিঠি পাঠায়। ওই চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ রক্ষায় স্থলবন্দর, সীমান্তসংলগ্ন সড়ক ও রেলপথ এবং কাস্টমস হাউসগুলোর যথাযথ অবকাঠামো না থাকায় এসব পথ দিয়ে সুতা আমদানি সাময়িকভাবে বন্ধ রাখার সুপারিশ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুতা কাউন্ট নির্ণয়ের জন্য অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত শুধুমাত্র সমুদ্রবন্দর ব্যবহার করে সুতা আমদানির ব্যবস্থা রাখা যেতে পারে।