1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চায় বিএনপি: যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে বিএনপি।

আজ বুধবার বিকেলে গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সবাই জানতে চাইছে, নির্বাচন কবে হবে। বিএনপি কী ভাবছে—এ নিয়ে বিশদ আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, বৈঠকে ট্যারিফ (শুল্ক) বিষয়েও আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “শুল্ক যদি সহনীয় পর্যায়ে না আনা হয়, তাহলে রপ্তানি খাতে ক্ষতি হতে পারে। তাই এ বিষয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!