1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

নববর্ষে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তাজনিত হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, “কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। এবারের উৎসব ব্যাপকভাবে উদযাপিত হবে, তাই নিরাপত্তাও জোরদার করা হয়েছে।”

শোভাযাত্রায় পুলিশের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “আনন্দ শোভাযাত্রা যদি সবাই করতে পারে, তাহলে পুলিশ বাহিনী করতে পারবে না কেন? তারাও বাংলাদেশেরই অংশ।”

তিনি আরও জানান, শোভাযাত্রায় নিরাপত্তা বিঘ্ন না ঘটাতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সম্প্রতি বাটাসহ কিছু বিদেশি প্রতিষ্ঠানে হামলার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। যারা এসব ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে—এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।”

এ সময় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, নববর্ষের শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ রাখা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১০ এপ্রিল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি আরও জানান, এবারের উৎসবে বাঙালির পাশাপাশি ২৬টি জাতিগোষ্ঠী অংশ নেবে এবং বিভিন্ন স্থানে মেলারও আয়োজন থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!