1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

২ জুন ঘোষণা হবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

রেওয়াজ অনুযায়ী প্রতি অর্থবছরে জুন মাসের কোনো বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হলেও এবার তা ভিন্নভাবে অনুষ্ঠিত হবে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হবে আগামী ২ জুন, সোমবার।

সচিবালয়ে গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত সমন্বয় কাউন্সিল এবং সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সূত্র জানায়, নতুন বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। ঈদুল আজহার ছুটির আগে বাজেট ঘোষণার লক্ষ্যেই এ সময় নির্ধারণ করা হয়েছে।

এ বাজেট হবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। বাজেট ঘোষণার পরদিন অর্থ উপদেষ্টা রেওয়াজ অনুযায়ী বাজেট-উত্তর সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!