বাংলাদেশের স্মার্টফোন বাজারে আবারো আলোড়ন তুলতে চলেছে তরুণদের প্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। কোম্পানিটি তাদের জনপ্রিয় ‘সি৭৫’ সিরিজের নতুন সংস্করণ ‘সি৭৫এক্স’ নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই সম্ভাব্য ডিভাইসটি ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার নিয়ে আসবে, কিন্তু থাকবে সাশ্রয়ী মূল্যে। এতে থাকবে এমন সব প্রযুক্তি, যা সাধারণত বাজেট ফোনে দেখা যায় না।
ইন্ডাস্ট্রি ইনসাইডারদের তথ্য অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে ‘আইপি৬৯’-রেটেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি, যা ধুলো, পানি এমনকি দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে যাওয়ার পরও ফোনকে রক্ষা করবে। আরও জানা গেছে, এতে থাকবে আন্ডারওয়াটার ফটোগ্রাফি সক্ষমতা, যা ভিজ্যুয়াল অভিজ্ঞতায় আনবে নতুন মাত্রা।
পারফরম্যান্স দিক থেকেও ফোনটি হতে পারে শক্তিশালী। গুঞ্জন রয়েছে, এতে থাকবে ৫৬০০এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি, যা দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করবে মিনিমাল ডাউনটাইমসহ।
ডিজাইনেও আসবে প্রিমিয়াম টাচ, যা একই সঙ্গে আধুনিক ও আরামদায়ক।
তবে ডিভাইসটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে অপেক্ষা করতে হবে অফিসিয়াল ঘোষণার জন্য। আগ্রহীরা রিয়েলমির ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে নজর রাখতে পারেন আপডেট পাওয়ার জন্য।