আসন্ন পয়লা বৈশাখে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠানে বাঙালি সমাজকে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানানো হবে। এবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে মূল ভাবনা নির্ধারণ করা হয়েছে—‘আমার মুক্তি আলোয় আলোয়’।
আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকার ধানমন্ডিস্থ ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনটি শুরু হয় সম্মিলিত কণ্ঠে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গান পরিবেশনের মাধ্যমে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহসভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়।
প্রতিবারের মতোই এবারও ছায়ানট রমনার বটমূলে পয়লা বৈশাখের সকালে প্রভাতি আয়োজন করবে, যেখানে সংগীত, কবিতা ও বাঙালির সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হবে।