চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ৯ এপ্রিল (বুধবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে—এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজের এক কর্মকর্তা, মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে।
এর আগে, ২ এপ্রিল ট্রাম্প প্রথমে চীনা পণ্যে ১০% শুল্ক আরোপের ঘোষণা দেন। পরদিন আরও ৩৪% বাড়িয়ে মোট শুল্ক দাঁড়ায় ৫৪%। পরে ৪ এপ্রিল চীন যুক্তরাষ্ট্র থেকে আসা পণ্যে ৩৪% শুল্ক বসালে, ট্রাম্প পাল্টা হুমকি দেন আরও ৫০% শুল্কের। চীন ৮ এপ্রিলের মধ্যে শুল্ক প্রত্যাহার না করায়, আজ থেকে চূড়ান্তভাবে ১০৪% শুল্ক কার্যকর হয়েছে।
ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, চীন বিশ্বের সবচেয়ে বড় শোষক। তার মতে, যুক্তরাষ্ট্র এখন লাভবান হচ্ছে এবং মূল্যস্ফীতি ছাড়াই তেল, সুদের হার ও খাদ্যের দাম কমছে।