চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন বন্ধ করেছে।
শুক্রবার সকাল ৭টা থেকে উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সিইউএফএল-এর প্রশাসন ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) থেকে গ্যাস সরবরাহ বন্ধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাস পুনরায় সরবরাহ শুরু হলে উৎপাদন আবার চালু করা হবে।
কেজিডিসিএলের অপারেশন মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান জানিয়েছেন, গ্যাস বরাদ্দ নিয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকেই হয়।
সিইউএফএল ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৮৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। ইউরিয়া ও অ্যামোনিয়া সার উৎপাদনে গ্যাস নির্ভর এ কারখানার দৈনিক প্রয়োজন ৪২৩ মিলিয়ন ঘনফুট গ্যাস। অতীতে বহুবার গ্যাস সংকটে এর উৎপাদন বন্ধ হয়েছে।