1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

নির্বাচন ডিসেম্বরে না জুনে? রাজনৈতিক মাঠে উত্তাপ ও মতভেদ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

দেশে নির্বাচন ঘিরে রাজনীতি উত্তপ্ত। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজপথে এখন বড় প্রশ্ন—নির্বাচন আদৌ হবে তো? হলে কবে?

অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, নির্বাচন ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে হবে। জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল এ সময়সীমা মেনে নেওয়ার পক্ষে। তবে বিএনপি জোর দিয়েছে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের ওপর।

বিএনপির দাবি, এখনই রোডম্যাপ দিতে হবে। ইতিমধ্যে দলটি বিভিন্ন বৈঠক করে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ এপ্রিল বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। সেখানেই তারা রোডম্যাপ চেয়ে আহ্বান জানাবে। বিএনপি নেতাদের আশঙ্কা, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করতে চাইছে।

প্রধান উপদেষ্টা বলেছেন, বড় সংস্কার চাইলে নির্বাচন জুনে, আর ছোট সংস্কার হলে ডিসেম্বরে হতে পারে। তবে বিএনপির মতে, ‘বড় বা ছোট সংস্কার’ বলে সময়ক্ষেপণের যৌক্তিকতা নেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “সংবিধান সংশোধন ছাড়া বাকি সংস্কারগুলো এক-দেড় মাসে শেষ করা সম্ভব। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী সংসদ তা বাস্তবায়ন করতে পারে।”

অন্যদিকে জামায়াত ও এনসিপির মতে, ডিসেম্বর থেকে জুন—এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার প্রক্রিয়া চালিয়েই নির্বাচন দেওয়া সম্ভব। তারা সরকারকে সময় দিতে প্রস্তুত।

বিএনপির সন্দেহ আরও বেড়েছে, কারণ কিছু মহল প্রধান উপদেষ্টাকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার পক্ষে প্রচার চালাচ্ছে।

সরকার বলছে, সংস্কার কমিশনের রিপোর্ট ও রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ শেষে নির্বাচন নিয়ে ঐকমত্য গঠনের চেষ্টা চলছে। তবে দলের অবস্থানগুলো থেকে বোঝা যাচ্ছে—এই ঐকমত্য অর্জন সহজ হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!