1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে চলন্ত ঝুটবোঝাই ট্রাকে আগুন, দগ্ধ চালক

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত একটি ঝুটবোঝাই ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া স্টেশন থেকে আসা দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঝুটবোঝাই একটি ট্রাক জালকুড়ি ছিদরত আলী স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনের তাপে একটি ঝুট উড়ে গিয়ে পেছনে থাকা একটি মাইক্রোবাসেও লেগে যায়। এতে মাইক্রোবাসটির একপাশ পুড়ে যায়।

নিজেকে রক্ষার জন্য ট্রাকচালক সড়কের পাশে একটি খালি জায়গায় গাড়িটি থামিয়ে দেন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!