হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাখরনগর এলাকায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাখরনগরে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান এবং আটজন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. আবুল বাশার। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।