গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে নিহত হয়েছেন ৮৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন অন্তত ২৮৭ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। এরপর থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ।
১৫ মাসের অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০,৬০৯ জন এবং আহত হয়েছেন ১,১৫,০৬৩ জন। এদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চাপে ইসরায়েল গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করলেও ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু করে। দ্বিতীয় দফার এই অভিযানে গত ১৫ দিনে নিহত হয়েছে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি।
হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হবে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার গাজায় হামলা বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।