1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

বিদেশি বিনিয়োগে পিছিয়ে বাংলাদেশ, আইএফসির প্রতিবেদনে পাঁচ বড় চ্যালেঞ্জ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে জিডিপির অনুপাতে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়ছে না, আর বিদেশি বিনিয়োগেও রয়েছে পিছিয়ে পড়ার প্রবণতা। বিশ্বব্যাংকের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেশের বিনিয়োগ ও ব্যবসায় পরিবেশে পাঁচটি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে।

আইএফসির ‘কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক (সিপিএসডি)’ শিরোনামের এ প্রতিবেদন প্রকাশ করা হয় গতকাল (মঙ্গলবার) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলমান চার দিনের বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে। এতে ২০২২ সালের তথ্য বিশ্লেষণ করে বলা হয়, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে প্রধান বাধাগুলো হলো—
১. বিদ্যুতের সমস্যা
২. অর্থায়নের সীমিত সুযোগ
৩. দুর্নীতি
৪. অনানুষ্ঠানিক খাতের আধিক্য
৫. উচ্চ করহার

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর অনুষ্ঠানে বলেন, প্রতিবেদনে বাস্তব চিত্রই উঠে এসেছে এবং বিদেশি বিনিয়োগকারীরা এ ধরনের প্রতিবেদন গুরুত্বসহকারে বিবেচনা করেন। তাই এসব চ্যালেঞ্জ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!