দিনাজপুরে কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে কেন্দ্র করে ভারতের মন্তব্যকে “ভিত্তিহীন” ও “উসকানিমূলক” বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।
শনিবার (১৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “ভবেশ রায়ের মৃত্যুকে হিন্দু সংখ্যালঘুদের ওপর সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা বলা দুঃখজনক ও ভিত্তিহীন। বাংলাদেশ সরকার সব নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।”
তিনি জানান, মৃত ব্যক্তির পরিবার কোনো সন্দেহজনক বিষয় উল্লেখ করেনি এবং ময়নাতদন্তে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ভিসেরা রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি সব পক্ষকে বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
এর আগে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ দেওয়া বিবৃতিতে ভবেশ রায়ের মৃত্যুকে সংখ্যালঘু নিপীড়নের ধারাবাহিকতা বলে দাবি করেন।