ইউক্রেনের রাজধানী কিয়েভে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুম-এর গুদামে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। শনিবার (১২ এপ্রিল) এই হামলায় গুদামটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এবং কিয়েভে অবস্থিত ভারতের দূতাবাস নিশ্চিত করেছে যে, হামলার ফলে শিশু ও বয়স্কদের জন্য সংরক্ষিত ওষুধ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
কিয়েভে অবস্থিত ইউক্রেনের ভারতীয় দূতাবাস এক্স (পূর্বে টুইটার) পোস্টে জানায়,
"আজ (শনিবার) রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের গুদামে আঘাত হেনেছে। ভারতের সাথে বিশেষ বন্ধুত্ব দাবি করা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে।"
তবে ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস জানিয়েছেন, হামলাটি ক্ষেপণাস্ত্র নয় বরং রুশ ড্রোন দ্বারা পরিচালিত হয়েছে। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন,
“আজ সকালে রাশিয়ান ড্রোন কিয়েভে একটি প্রধান ওষুধ গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এতে শিশু ও বয়স্কদের প্রয়োজনীয় ওষুধ পুড়ে গেছে। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী অভিযান অব্যাহত রয়েছে।”
কুসুম ফার্মা ইউক্রেনের অন্যতম বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যার মালিক ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্ত। প্রতিষ্ঠানটি ইউক্রেনজুড়ে মৌলিক ওষুধ সরবরাহ নিশ্চিত করে আসছিল, বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য।
উল্লেখ্য, বর্তমানে পোকরোভস্ক শহরের দক্ষিণে ভয়াবহ লড়াই চলছে। রুশ বাহিনীর প্রধান লক্ষ্য নোভোপাভলিভকা শহর, পাশাপাশি খেরসন অঞ্চলেও তারা জোরদার হামলা চালিয়ে যাচ্ছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত