ইরানের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার মধ্যেই দেশটির পাঁচটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়।
ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্র তা রোধে প্রতিশ্রুতিবদ্ধ।”
নিষেধাজ্ঞাপ্রাপ্তদের নাম প্রকাশ না করা হলেও সূত্র জানিয়েছে, এর মধ্যে দুটি প্রতিষ্ঠান—অ্যাটমিক অ্যানার্জি অর্গানাইজেশন অব ইরান (AEOI) ও ইরান সেন্ট্রিফিউজ কোম্পানি (TESA)—ইতিমধ্যে কালো তালিকাভুক্ত ছিল।
এ নিয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হচ্ছে। তবে ইরান জানিয়েছে, আলোচনা হবে ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে। ট্রাম্প হুঁশিয়ার করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ইরান বড় বিপদে পড়বে।