‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি এবং ইসলামি বক্তাসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
প্রথমে কর্মসূচি অনুযায়ী শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত পদযাত্রার কথা থাকলেও ঢাকায় বিনিয়োগ সম্মেলন ও ভর্তি পরীক্ষা উপলক্ষে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৩ এপ্রিল) বেলা ২টায় পাঁচটি পয়েন্ট—বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশিবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল শুরু হবে এবং বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচি ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত, যারা ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট তৈরি করেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ইভেন্টে ৭৩ হাজার মানুষ ‘আগ্রহী’ এবং ৬ হাজার ৩০০ জন অংশগ্রহণের কথা জানিয়েছেন। আয়োজকেরা জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুহাম্মাদ আবদুল মালেক গণজমায়েতে সভাপতিত্ব করবেন।
তাঁরা এটিকে ঢাকায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জমায়েত হিসেবে উল্লেখ করে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।