প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি এ বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক’ বলে মন্তব্য করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার প্রথম সাক্ষাৎ হয়। সে সময় তারা কুশলাদি বিনিময়ের পাশাপাশি দীর্ঘ সময় ঘনিষ্ঠভাবে আলাপ করেন বলেও জানান প্রেস সচিব।
দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ মোদির সামনে তোলেন ড. ইউনূস। তবে এ বিষয়ে মোদির প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক, যেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় মিলিত হলেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। এমন একটি প্রেক্ষাপটে এই বৈঠক আঞ্চলিক রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।