1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানের দাপট, বাংলাদেশকে হারিয়ে সরাসরি কোয়ালিফায়েড

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

লাহোরে আজ অনুষ্ঠিত বাছাই পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৬২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

এই জয়ে পাঁচ ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করে পাকিস্তান। অন্যদিকে, পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের রান রেট +০.৬৩৯। বিশ্বকাপে জায়গা পেতে হলে এখন থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে প্রায় অসম্ভব কিছু। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৪, রান রেট -০.২৮৩।

বাংলাদেশের ব্যাটাররা শুরু থেকেই ছন্দে ছিল, তবে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ব্যর্থতার চিত্রই ফুটে ওঠে। ৫ চারে ৪৮ রান করেন রিতু মনি, আর ৪টি চারে অপরাজিত ৪৪ রানে ছিলেন ফাহিমা খাতুন। তবে বাকি ব্যাটারদের কেউ ২৫ রানের ঘরও ছুঁতে পারেননি।

পাকিস্তানের ব্যাটিংয়ে শুরু থেকেই আধিপত্য ছিল মুনিবা আলির। ৮টি চারে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। সঙ্গী আলিয়া রিয়াজ খেলেন ৫২ রানের হার না মানা ইনিংস, যেখানে ছিল ১টি ছক্কা ও ৬টি চার।

বাংলাদেশের সামনে এখন বিশ্বকাপের আশা টিকে আছে অন্যদের ফলাফলের ওপর। নিগার সুলতানাদের সামনে চ্যালেঞ্জটা বড়ই কঠিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!