প্রায় দেড় দশক পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত এ বৈঠকে একাত্তরে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানান, বৈঠকে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিকভাবে অমীমাংসিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদের অংশ বাংলাদেশকে প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বিদেশি সহায়তা বাবদ প্রাপ্ত অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা।
এছাড়াও বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, এবং পরিবহন যোগাযোগ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
দুই পক্ষই ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে।
পররাষ্ট্র সচিব আরও জানান, বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়েও আলোচনা হয়েছে। সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭-২৮ এপ্রিল।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত