বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন লোগোতে থাকবে পানির ওপর জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতার টবে লেখা “পুলিশ” শব্দটি।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের স্বাক্ষর করা একটি চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নতুন মনোগ্রাম/লোগো ইতোমধ্যে কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্ত ও অনুমোদিত হয়েছে এবং তা প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে। প্রজ্ঞাপন জারির পর জেলা ও ইউনিট পর্যায়ে পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সকল জায়গায় নতুন লোগো ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন লোগো যথাযথভাবে ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, এর আগে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে প্রথম প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে আবারও পরিবর্তন আনা হয়। বর্তমান লোগোতে পাল বাঁধা একটি নৌকার দুই পাশে ধান ও গমের শীষের মালা রয়েছে, পালের ওপরে একটি শাপলা এবং নৌকার নিচে বাংলায় “পুলিশ” লেখা রয়েছে।