শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে অপসারণ করে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে সাহেলা পারভীনকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে সকালে ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর সাতরাস্তা মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন।
সারাদেশে শিক্ষার্থীরা একযোগে সড়ক অবরোধ করে সংহতি প্রকাশ করেন। আন্দোলনকারীরা নতুন কর্মসূচি হিসেবে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে রেলপথ অবরোধ ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম জানিয়েছেন, যৌক্তিক দাবিগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরার আহ্বান জানান।