পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে কোনো ঘোষণা না এলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (২০ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত এক মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
সমাবেশ ঘিরে সকাল থেকেই বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হতে থাকেন। তারা ছয় দফা দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে শেরে বাংলা নগরের মহাসমাবেশস্থলে জড়ো হন।
সমাবেশে শিক্ষার্থীরা কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান এবং ছয় দফা দাবির বাস্তবায়নের আহ্বান জানান।
তাদের অভিযোগ, গত আট মাস ধরে আন্দোলন চালিয়ে গেলেও সরকার তা আমলে নিচ্ছে না। শিক্ষার্থীরা দাবি করেন, তাদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক হলেও তারা যানজট সৃষ্টি করতে চান না। বরং সরকারই তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।
শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, এবার আর সময় দেওয়া হবে না। দ্রুত দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।