1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন: কোটা কমে মেধাভিত্তিক নিয়োগ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এর খসড়া অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারীদের ৬০%, পোষ্যদের ২০% এবং পুরুষদের ২০% কোটা সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে। এখন ৯৩% পদে নিয়োগ হবে মেধার ভিত্তিতে।

শুধু ৭% কোটা থাকবে বিশেষ শ্রেণির জন্য:

  • ৫%: মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান

  • ১%: ক্ষুদ্র জাতিগোষ্ঠী

  • ১%: প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিক

এছাড়া, বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০% পদ সংরক্ষিত থাকবে বিশেষ অগ্রাধিকার হিসেবে।

খসড়া বিধিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের পর অর্থ, আইন ও পিএসসি’র মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে। প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগবে ৩ থেকে ৬ মাস।

বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রায় ৮,০৪৩টি শূন্য পদ রয়েছে, যা বাড়তে পারে ১০-১২ হাজারে। নতুন বিধিমালা চূড়ান্ত হলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এছাড়া, সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য নতুনভাবে ৫,১৬৬টি পদ সৃষ্টি করা হচ্ছে। দেশের ২,৫৮৩টি ক্লাস্টারে (প্রতি ২০-২৫টি বিদ্যালয়ে) নিয়োগ পাবেন দুজন বিশেষ শিক্ষক।

এই পরিবর্তন প্রাথমিক শিক্ষায় মেধা, দক্ষতা ও আধুনিক শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!