‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এর খসড়া অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারীদের ৬০%, পোষ্যদের ২০% এবং পুরুষদের ২০% কোটা সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে। এখন ৯৩% পদে নিয়োগ হবে মেধার ভিত্তিতে।
শুধু ৭% কোটা থাকবে বিশেষ শ্রেণির জন্য:
৫%: মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান
১%: ক্ষুদ্র জাতিগোষ্ঠী
১%: প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিক
এছাড়া, বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০% পদ সংরক্ষিত থাকবে বিশেষ অগ্রাধিকার হিসেবে।
খসড়া বিধিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের পর অর্থ, আইন ও পিএসসি'র মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে। প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগবে ৩ থেকে ৬ মাস।
বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রায় ৮,০৪৩টি শূন্য পদ রয়েছে, যা বাড়তে পারে ১০-১২ হাজারে। নতুন বিধিমালা চূড়ান্ত হলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এছাড়া, সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য নতুনভাবে ৫,১৬৬টি পদ সৃষ্টি করা হচ্ছে। দেশের ২,৫৮৩টি ক্লাস্টারে (প্রতি ২০-২৫টি বিদ্যালয়ে) নিয়োগ পাবেন দুজন বিশেষ শিক্ষক।
এই পরিবর্তন প্রাথমিক শিক্ষায় মেধা, দক্ষতা ও আধুনিক শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ করছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত