দীর্ঘ প্রতীক্ষার পর আজ মঙ্গলবার যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এ উপলক্ষে সকাল ১০টায় সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেলস্টেশন প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, যিনি আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক আইট টেরুইউকি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান এবং সমাপনী বক্তব্য দেবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
উদ্বোধনের পর বেলা ১১টা ২০ মিনিটে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেলস্টেশন পর্যন্ত অতিথিরা উদ্বোধনী ট্রেনে যাত্রা করবেন। সেখানে পৌঁছানোর পর সয়দাবাদ রেলস্টেশনে সকাল ১১টা ৪০ মিনিটে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পরে অতিথিরা দুপুর ১২টায় ইব্রাহিমাবাদ রেলস্টেশন (পূর্ব প্রান্ত) ফিরে আসবেন।