মিয়ানমারের রাখাইনে বর্তমান পরিস্থিতিতে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মিয়ানমার সরকার ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে ১ লাখ ৮০ হাজারকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে, রাখাইনের বর্তমান অবস্থা প্রত্যাবাসনের জন্য অনুকূল নয়।
তিনি আরও বলেন, “তালিকা চূড়ান্ত হওয়া মানে এই নয় যে, তারা সঙ্গে সঙ্গে ফিরে যেতে পারবে। প্রত্যাবাসন নির্ভর করবে মিয়ানমারের বাস্তব অবস্থার ওপর।”
রোহিঙ্গাদের নিরাপত্তা, অধিকার এবং স্বেচ্ছায় ফেরার পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি সই হলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও ফেরত যেতে পারেনি। সর্বশেষ ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় একটি প্রকল্প নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
বর্তমানে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখ।