রাশিয়ায় চাকরির প্রলোভনে গিয়ে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মো. আকরাম হোসেন (২৫)।
তিনি আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের দিনমজুর মোরশেদ মিয়ার বড় ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়।
ওয়েল্ডারের কাজ শিখে পরিবারের অভাব ঘোচাতে প্রায় ১১ মাস আগে আত্মীয়স্বজনের সহযোগিতায় রাশিয়ায় পাড়ি জমান আকরাম। প্রথম আট মাস তিনি একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করতেন। বেতন বেশি না হলেও তার আয়ে পরিবারের অভাব কিছুটা কাটতে শুরু করে।
তবে আড়াই মাস আগে আকরাম দালালদের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন। রাশিয়ার হয়ে যুদ্ধ করার ছবি নিজেই ফেসবুকে শেয়ার করেন তিনি।
গত ১৩ এপ্রিল থেকে আকরামের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ১৮ এপ্রিল (শুক্রবার) বিকেলে রাশিয়া থেকে আকরামের এক সহযোদ্ধা ফোনে তার মৃত্যুর খবর জানান।
পরিবার জানায়, ইউক্রেন বাহিনীর মিসাইল হামলায় আকরাম নিহত হয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। আকরামের রাশিয়ান ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪ লাখ টাকা জমা ছিল বলে জানান তার বাবা।
এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মা মোবিনা বেগম ছেলের মৃত্যুর খবরে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত