এখন থেকে টেলিফোন, এসএমএস ও অন্যান্য আধুনিক ডিভাইসের মাধ্যমে সমন জারি করা যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিচার কার্যক্রমকে আধুনিক করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন ই-মেইল বা হোয়াটসঅ্যাপেও মামলার তথ্য পাঠানো যাবে।
তিনি জানান, ব্রিটিশ আমলে প্রণীত সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) সংশোধনের মাধ্যমে মামলা নিষ্পত্তির সময় ও ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগে রায় কার্যকর করতে পৃথক মোকাদ্দমা করতে হতো, এখন রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।