এখন থেকে টেলিফোন, এসএমএস ও অন্যান্য আধুনিক ডিভাইসের মাধ্যমে সমন জারি করা যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিচার কার্যক্রমকে আধুনিক করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন ই-মেইল বা হোয়াটসঅ্যাপেও মামলার তথ্য পাঠানো যাবে।
তিনি জানান, ব্রিটিশ আমলে প্রণীত সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) সংশোধনের মাধ্যমে মামলা নিষ্পত্তির সময় ও ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগে রায় কার্যকর করতে পৃথক মোকাদ্দমা করতে হতো, এখন রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত