1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৭%-এ বৃদ্ধি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) বিকেল ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টা) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতি ঘোষণা করেন। তিনি এই দিনটিকে যুক্তরাষ্ট্রের “অর্থনৈতিক স্বাধীনতা দিবস” হিসেবে আখ্যায়িত করে বলেন, “কয়েক দশক ধরে আমাদের দেশকে বিভিন্ন শত্রু-মিত্র নির্বিশেষে লুট, লুণ্ঠন ও শোষণের শিকার হতে হয়েছে। বিদেশিরা আমেরিকান স্বপ্নকে ধ্বংস করেছে।”

বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার, বিশেষত তৈরি পোশাক খাতে। ২০২০ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মোট ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যার সিংহভাগই তৈরি পোশাক। ২০১৯ সালে এই পরিমাণ ছিল ৭.৩৪ বিলিয়ন ডলার। নতুন শুল্ক হার (১৫% থেকে ৩৭%) বাংলাদেশের রপ্তানি আয়, বিশেষ করে পোশাক শিল্পে, গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।

অন্যান্য খাতেও শুল্ক বৃদ্ধি

ট্রাম্প প্রশাসন বিদেশি গাড়ির ওপরও ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যা তার কঠোর বাণিজ্য নীতির ধারাবাহিকতা প্রতিফলিত করে। বহু দেশ এই পদক্ষেপকে “বাণিজ্য যুদ্ধের সূচনা” হিসেবে বিবেচনা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!