‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তারা এ ঘোষণা দেন।
জুনায়েদ জানান, “জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে” গঠিত এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্য হবে—পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে স্বাবলম্বী করা।
দীর্ঘমেয়াদে তারা দুর্নীতিমুক্ত, ধর্মীয় মূল্যবোধসম্মত, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তাদের দাবি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতেই এ উদ্যোগ। জনগণের সক্রিয় অংশগ্রহণে নতুন বাংলাদেশ গঠনে আহ্বান জানান দলটির উদ্যোক্তারা।