উত্থান–পতনের নাটকীয় এক লড়াইয়ে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ইউরোপা লিগ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে লিঁওকে ৫–৪ গোলে হারায় তারা। দুই লেগ মিলিয়ে ৭–৬ গোলে এগিয়ে রুবেন আমোরিমের দল পৌঁছায় সেমিফাইনালে।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ১১৭ মিনিটে ইউনাইটেড পিছিয়ে ছিল ৪–৩ গোলে (৬–৫)। তখন গ্যালারিতে এক শিশুর কান্না ভাইরাল হয়। তবে অতিরিক্ত যোগ করা সময়ে হ্যারি মাগুয়ের জয়সূচক গোলে বদলে যায় দৃশ্য—চোখে অশ্রু, ঠোঁটে হাসি।
প্রথম লেগে ফ্রান্সে ২–২ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে প্রথমার্ধেই ইউনাইটেড ২–০ লিড নেয়। গোল করেন ম্যানুয়াল উগার্তে ও দিয়াগো দালত। ম্যাচজুড়ে উত্তেজনা আর আবেগে ভেসেছে ওল্ড ট্রাফোর্ড।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত